[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৪ ৮:৩৪ এএম

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হরিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীরগলাচিপা থানার বোয়ালিয়া গ্রামের মোজ আলী মৃধার ছেলে জামাল মিয়া (৪০), তার ছোট ভাই এনামুল (৩৫), জামাল মিয়ার স্ত্রী কারুন্নাহার (৩৫) তাদের শিশু সন্তান অনন্ত (১১) এবং মাইক্রোচালক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভরপাশা গ্রামের ইউনুছ বেপারীর ছেলে হারুন বেপারী।

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারেরে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

 

তিনি আরও বলেন, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

তবে একটি সূত্র জানিয়েছে, সিলেট থেকে মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন। পথে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর