চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বন বিভাগ অফিসের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই নিহত হন দুজন, যাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। অপরজন হলেন মাছুরা খাতুন (৫৯), তিনি সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের আসকার আলীর মেয়ে।
চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫)। তিনি দামুড়হুদার জয়রামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
আহতদের পরিচয়
আহতদের মধ্যে রয়েছেন:
তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার আগেই চালক আরিফুল মারা যান।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে একটি তেলবাহী ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে বনবিভাগের সামনে একটি ভাঙা গাছের ডাল এড়িয়ে চলার সময় বিপরীতমুখী ইজিবাইকের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য
ইজিবাইকে থাকা যাত্রী দেলোয়ার হোসেন সাইম বলেন, “আমরা চালকসহ সাতজন যাত্রী ছিলাম। হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু বোঝার আগেই সব শেষ হয়ে যায়।”
পুলিশের বক্তব্য
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ইজিবাইক ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে, তাকে ধরতে অভিযান চলছে।
এসআর
মন্তব্য করুন: