[email protected] শনিবার, ৯ আগস্ট ২০২৫
২৫ শ্রাবণ ১৪৩২

ঈশ্বরদীতে লিচু কিনতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৫ ১২:০৫ পিএম

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে লিচু কিনতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন এক মা ও মেয়ে এবং এক লিচু বিক্রেতা।

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে লিচু কিনতে আসা ওই মা-মেয়েকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দেয়।

এসময় রাস্তার পাশে থাকা এক লিচু বিক্রেতাও গাড়ির নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

ঘটনার পর পরই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়, তবে চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর