[email protected] মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে ২০২৫ ৬:৩৭ পিএম

ফাইল ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩৫ বছর বয়সী এক নারী নিহত হন। আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী ও দুই পুরুষ মারা যান।

নিহতরা হলেন—আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাহ ফকির, মেয়ে আফসানা, একজন অজ্ঞাতপরিচয় নারী এবং অ্যাম্বুলেন্সচালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি চাকা পাংচারের কারণে সড়কের পাশে থেমে ছিল। ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের যাত্রীরা গাড়ির বাইরে অবস্থান করছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগতির ঢাকাগামী 'গোল্ডেন লাইন' পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেমে থাকা অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়, ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

ওসি জিলানী আরও জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর