[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

রাঙামাটিতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ১২:০৪ পিএম

সংগৃহীত ছবি

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালীর রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর