[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ছাত্রদল নেতা মুন্নাফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ৮:২১ পিএম

ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুন্নাফ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে জামায়াতের এক সাধারণ সভায় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের হাতে সদস্যপদ ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মুন্নাফ

এসময় তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় স্থানীয় জামায়াত নেতারা।

সভায় আরও উপস্থিত ছিলেন—শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুর রহমান, উপজেলা আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার ও সেক্রেটারি জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা তাহেরুল ইসলাম, সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির এবং সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।

যোগদানের পর আব্দুল মুন্নাফ বলেন, “দীর্ঘদিন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হওয়ায় এ দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে জামায়াতে যোগদানের প্রাক্কালে ছাত্রদলের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন,
“আমি আব্দুল মুন্নাফ, ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতির পদে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় উপলব্ধি করেছি, একজন মুসলমান হিসেবে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করাই উত্তম পথ। সে বিবেচনায় আমি স্বেচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করছি এবং জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছি।”

তিনি আরও বলেন, “ছাত্রদলে আমার দীর্ঘ পথচলায় যেসব সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর