[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

৪০ হাজার টাকায় সন্তান বিক্রি করে মোবাইল কিনলেন মা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫ ১২:৫৬ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১২:৫৮ পিএম

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জেরে চার মাস বয়সী পুত্র সন্তানকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন এক মা।

পরে ওই টাকা দিয়ে মোবাইল ফোন, গহনা ও অন্যান্য জিনিসপত্র কেনেন তিনি। তবে খবর পেয়ে পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মধুপুরের রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার লাবনী আক্তার লিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আর্থিক অনটন নিয়ে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এরই মাঝে চার মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি ছেলে সন্তান, যার নাম রাখা হয় তামিম।

রবিউল ইসলাম জানান, সন্তানের জন্মের পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। কিছুদিন আগে লাবনী তামিমকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুরে চলে যান এবং আর ফিরে আসতে চাননি। অনেক অনুরোধেও সে রাজি হয়নি।

রবিউল আরও জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি খবর পান, লাবনী তাদের সন্তানকে বিক্রি করে দিয়েছেন। পরে কৌশলে তাকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে সন্তানকে বিক্রি করেছেন।

লাবনী আক্তার লিজা বলেন, “আমার মাথা ঠিক ছিল না। মনির নামে একজনের সহায়তায় ছেলেকে বিক্রি করি।

টাকাগুলো দিয়ে মোবাইল, নাকফুল ও নূপুর কিনেছি। এখন খুব অনুতপ্ত লাগছে। এটা আমার বড় ভুল হয়েছে।”

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, “ঘটনার পরপরই পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর