[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ৭:১৬ পিএম
আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ৭:১৬ পিএম

ফাইল ছবি

গাজীপুরের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এতে ঢাকা-টাঙ্গাইল রেলরুটে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, লাইনচ্যুতির খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

জয়দেবপুর স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী ট্রেনটি সালনা ব্রিজ এলাকায় পৌঁছেই দুর্ঘটনায় পড়ে।

রেল কর্তৃপক্ষ জানায়, লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন ঢাকা থেকে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর