[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে কুকুর মারা নিয়ে দুই দিনের সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৫ ১২:৪২ এএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুকুরকে মারার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

বুধবার (২ এপ্রিল) শুরু হওয়া এই উত্তেজনা দফায় দফায় বৃহস্পতিবার রাত পর্যন্ত চলেছে।

সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের কারণ ও পরিস্থিতি

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বুধবার বিকেলে ধোপল্লা বাজারের এক দোকানের সামনে বসা একটি কুকুরকে স্থানীয় এক যুবক মারধর করলে এনায়েতপুর গ্রামের এক যুবক এতে বাধা দেয়। প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় গ্রাম থেকে আরও লোকজন যুক্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বৃহস্পতিবার ধোপল্লা গ্রামের একদল লোক এনায়েতপুর গ্রামে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় এনায়েতপুরের লোকজন ধোপল্লা গ্রামে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। সংঘর্ষে তালুকদার বাড়ি ও রহিম মেম্বারের বাড়ির লোকজন জড়িত বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোতায়েন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং দুই থানার পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর