ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বেতন-ভাতা বা অন্যান্য সমস্যা নিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুর শিল্প পুলিশ কার্যালয়ের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “ঈদের আগে বেতন ও বোনাস পাওয়ার অধিকার সবারই রয়েছে। যেসব কারখানা এ বিষয়ে গড়িমসি করে, তাদের আমরা সবসময় সতর্ক করি।
তবে শ্রমিকরা হঠাৎ করে সড়কে নেমে চলাচলে বাধা সৃষ্টি করবেন না, এটাই অনুরোধ করছি।
আইন অনুযায়ী মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, সেটাই সবাইকে মনে করিয়ে দিতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের যে কোনো সমস্যা পুলিশের কাছে জানান, তথ্য দিয়ে সহায়তা করুন।
আমরা সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত।”
আইজিপি জানান, ঈদের সময় ঢাকাসহ আশপাশের জেলাগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়।
এ সময় চুরি, ডাকাতির মতো অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, গাজীপুরের পুলিশ সুপার ডা. জাবের সাদিক, শিল্প পুলিশ সুপার একে এম জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: