রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই দূরপাল্লা ও কমিউটার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে।
সকালে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা দেরিতে ছাড়ে, আর কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরিতে যাত্রা করে।
যাত্রীরা স্টেশনে এসে বিড়ম্বনায় পড়ছেন, কারণ নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রেন ছাড়ছে না এবং কখন ছাড়বে সে সম্পর্কেও কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ইঞ্জিনজনিত কিছু সমস্যার কারণে দু-একটি ট্রেনের বিলম্ব হয়েছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল থেকে এ পর্যন্ত সাতটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।
যাত্রীরা বলছেন, ট্রেনের শিডিউল ঠিক না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।
ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে রেল কর্তৃপক্ষকে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এসআর
মন্তব্য করুন: