[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

সিলেটে ঘুরতে আসা ৮ তরুণ-তরুণীকে আটকে কাজী ডেকে বিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ২:১৭ এএম
আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২:১৮ এএম

ফাইল ছবি

সিলেটের মোগলাবাজারে রিজেন্ট পার্ক রিসোর্টে ঘুরতে আসা আট তরুণ-তরুণীকে স্থানীয়দের অভিযোগের পর কাজী ডেকে বিয়ে পড়ানো হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। একই সময়ে রিসোর্টের একটি অংশে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলছে। এ অভিযোগে তারা দুপুরে রিসোর্টে হানা দেন।

পরে আট তরুণ-তরুণীকে আটক করে অভিভাবকদের খবর দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী। তার মাধ্যমে চার ছেলে ও চার মেয়ের বিয়ে সম্পন্ন হয়।

কাজী আব্দুল বারী বলেন, ‘স্থানীয়দের অনুরোধে আট তরুণ-তরুণীর বিয়ে পড়ানো হয়। তিনটি বিয়ের দেনমোহর ধরা হয় ১০ লাখ টাকা এবং একটি বিয়ের দেনমোহর ১২ লাখ টাকা। বিয়েতে কয়েকজন স্থানীয় নেতা এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। তবে বিয়ের বিষয়ে পুলিশ আগে কিছু জানতো না। এলাকাবাসীর তৎপরতায় আরও আট তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি রায় বলেন, ‘রিসোর্টে ঘটনার কথা শুনেছি। তবে বিয়ের বিষয়ে আমাকে কেউ অবগত করেননি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের অভিযোগে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মধ্যে কয়েকজনকে পরিবারের জিম্মায় ছাড়তে দেখে।

এ সময় কাজী ডেকে আটজনকে বিয়ে দেওয়ার বিষয়টি জানা যায়। কেউ যদি মনে করে তার সঙ্গে অন্যায় করা হয়েছে, তিনি আইনের আশ্রয় নিতে পারবেন।’

ঘটনার পর থেকে রিজেন্ট পার্ক রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের ফেসবুক পেজে রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, রিসোর্টে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ হয়ে আসছে। এ বিষয়েই তারা ব্যবস্থা নিয়েছেন।

ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর