[email protected] শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫ ১১:১০ পিএম

ফাইল  ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বিএনপির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় চাঁদাবাজির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে মাইকিং করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন, এতে দলটি প্রকাশ্যে নিজেদের দোষ স্বীকার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করেছে।

মাইকিংয়ের মাধ্যমে বলা হয়, "পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা অনুসারে, বিএনপি বা এর কোনো নেতা যদি কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব, সালিশ বাণিজ্য বা ভয়ভীতি প্রদর্শনসহ বেআইনি কার্যক্রমে জড়িত থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে অথবা তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।"

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ মঞ্জুর সুমন জানান, সম্প্রতি কিছু ব্যক্তি রাজনৈতিক ছত্রছায়া ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা বা তদবিরের মাধ্যমে আর্থিকভাবে ব্ল্যাকমেইল করছেন, যা চাঁদাবাজির শামিল। তিনি স্থানীয়দের অনুরোধ করেন, যদি ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যক্রমে লিপ্ত হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।

এদিকে, নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, এলাকায় বেশ কিছুদিন ধরে 'নীরব চাঁদাবাজি' চলছে, যেখানে বিভিন্ন দলের নাম ও সমন্বয়কদের পরিচয় ভাঙিয়ে অর্থ আদায় করা হচ্ছে। তারা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ মঞ্জুর সুমন আরও বলেন, "এই উদ্যোগটি জনসাধারণকে সতর্ক করার জন্য নেওয়া হয়েছে, কারণ কিছুদিন ধরে বিভিন্ন নামে ও পরিচয়ে মানুষের ওপর ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চলছে। উপজেলা বিএনপি এই ধরনের কর্মকাণ্ডে কোনোভাবেই জড়িত নয় এবং এর সমর্থন করে না।"

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি আহম্মেদ আনওয়ার বলেন, "এটি কোনো দলের অভ্যন্তরীণ বিষয় হলেও, যেকোনো অভিযোগ পাওয়ার পর তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর