মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কালিপুরা ঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক ব্যক্তি হলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং অন্যজন মো. বাবুল (৩৮), যিনি একই এলাকার বাসিন্দা। আহত হয়েছেন আবদুল হালীম (৩৪), যাকে গুরুতর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং পরবর্তীতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে দুটি স্পিডবোট একে অপরকে দেখতে না পেয়ে সংঘর্ষের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, রাত ১০টার কিছু আগে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহাবুব আলম আরও বলেন, কুয়াশার কারণে দুই স্পিডবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, রাতের আঁধারে স্পিডবোট দুটি কোথা থেকে আসছিল বা কী কাজে চলছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, নিহতদের মরদেহ বর্তমানে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
এসআর
মন্তব্য করুন: