[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

আমাকে পদোন্নতি বা পুরস্কার নয়, বদলি করা হয়েছে : ফরিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫ ৪:১৮ পিএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ৪:১৯ পিএম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে র‍্যাব-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিনের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছিল। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছে, কেন ফরিদ উদ্দিনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ডাকা সমাবেশে এসব কথা বলেন।

এ বিষয়ে ফরিদ উদ্দিন স্পষ্টভাবে বলেন, "আমাকে কোনো ধরনের পুরস্কার বা পদোন্নতি দেওয়া হয়নি। বরং, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তবর্তী সরকার আমাকে র‍্যাব-১০ এর অধিনায়কের পদ থেকে সরিয়ে এপিবিএন পার্বত্য জেলাসমূহের কার্যালয়ে বদলি করেছে। বর্তমানে আমি সেখানেই কর্মরত।"

ফরিদ উদ্দিন তার পুরো বক্তব্যের প্রসঙ্গে বলেন, "ছাত্র-জনতার আন্দোলনের সময় র‍্যাবের পক্ষ থেকে ১৮ই জুলাই আমি যে বক্তব্যটি দিয়েছিলাম, সেটি পুরোপুরি প্রচার না করে, কেবল এর কিছু অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। আমি স্পষ্ট করতে চাই, আমরা ছাত্র-জনতার ওপর কোনো আক্রমণ করিনি, কিংবা তাদের দোষারোপ করিনি।"

তিনি সকলকে তার পূর্ণ বক্তব্য শোনার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে বিভ্রান্তি দূর হয়ে সঠিক তথ্য জানা যায়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর