[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫ ৭:৪৩ এএম

ফাইল  ছবি

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে দুই পাড়ে শতাধিক যানবাহন আটকে পড়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাজিরহাট ঘাট থেকে ছেড়ে আসা ফেরি শাহ আলী ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়ে। ফেরিটি ধীরগতিতে প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে আরিচা ঘাটে পৌঁছায়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ Inland Water Transport Corporation (বিআইডব্লিউটিসি) কাজিরহাট অফিসের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে এবং সুরক্ষার জন্য ফেরি চলাচলে গতি কমিয়ে সাবধানতার সঙ্গে চালানো হচ্ছিল। তবে সাড়ে ৯টার দিকে ফেরি শাহ আলী মাঝ নদীতে আটকে পড়লে আর কোনো ফেরি চলাচল সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে ফেরি চলাচল শুরু না হওয়া পর্যন্ত দুই পাড়ে আটকে পড়া যানবাহনগুলোর জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর