[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমানের প্রত্যাবর্তনে অপশক্তির পরাজয় নিশ্চিত: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ২:২৭ এএম

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সকল অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গেন্ডারিয়া থানা জাসাস আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কাকে ভোট দেবেন তা সম্পূর্ণভাবে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।

তবে বিএনপির পরিকল্পনা ও লক্ষ্য বিবেচনা করে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশে নাগরিক অধিকার ভোগ করতে পারবে।

গত ১৭ বছর ধরে বিএনপি রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের শিকার হলেও আন্দোলন থেকে দল কখনো পিছপা হয়নি বলে দাবি করেন তিনি।

গেন্ডারিয়া থানা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন টিপু, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদিরসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর