বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সাবেক
সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার সকালে ঢাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্যপদ গ্রহণ করে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হন।
সাক্ষাৎকালে আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি-আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি ইসলামি মূল্যবোধ, দেশের কল্যাণ এবং স্বাধীনতা রক্ষার লক্ষ্যে জীবনের বাকি সময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার অঙ্গীকারও করেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নতুন সদস্যকে স্বাগত জানিয়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এসআর
মন্তব্য করুন: