[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ফকির-মিসকিন-বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে : ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ২:৪৫ পিএম

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার

আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ক্ষমতার লোভে বহু রাজনৈতিক দলে এমন মানুষ নেতৃত্বে এসেছে যারা জাতির ইতিহাস, সংগ্রাম ও সার্বভৌমত্ব সম্পর্কে সচেতন নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবারও দিল্লিনির্ভর অবস্থায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হবে।

শনিবার রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি জাতির আত্মপরিচয় গড়ে ওঠে তার শত্রু চেনার সক্ষমতার মাধ্যমে। কিন্তু গত পাঁচ দশকের বেশি সময় ধরে সবচেয়ে ক্ষতিকর শক্তিকে আমাদের সামনে বন্ধু হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক নেতা জাতির ঐতিহাসিক সংগ্রাম ও স্বাধীনতার মূল্য বোঝেন না। তবুও তারাই এলাকায় এলাকায় ঘুরে ভোট চাইছেন এবং ভবিষ্যৎ সংসদ গঠনের মাধ্যমে গণআন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশকে আবারও ভিনদেশি প্রভাবের কাছে সমর্পণের চেষ্টা করছেন।

ব্যারিস্টার ফুয়াদ জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণের অবস্থান স্পষ্ট—দেশ আর ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাবে না। আওয়ামী লীগের পুনরাগমন কিংবা দেশের ভবিষ্যৎকে দিল্লিকেন্দ্রিক রাজনীতির হাতে তুলে দেওয়ার সুযোগ আর দেওয়া হবে না।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর