ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার
প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, যারা হাদিকে হত্যা করে দেশকে আতঙ্কিত করতে চেয়েছিল, তারা ভুল করেছে। একজন মানুষকে আঘাত করা গেলেও তার আদর্শকে দমন করা যায় না। এক হাদিকে হারানো মানে সেই চেতনার বিস্তার, যা দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাবে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, অতীতের দমন-পীড়নের সময় যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা যদি জুলাই আন্দোলনের চেতনাকে নতুন করে হৃদয়ে ধারণ করেন এবং তা জাগ্রত করার চেষ্টা করেন, তবে আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে। দেশ টিকে থাকলে হাদির মতো প্রতিবাদী কণ্ঠও টিকে থাকবে।
তিনি আরও বলেন, তাদের প্রত্যাশা—আল্লাহ যেন হাদিকে আরও দৃঢ় ও শক্তিশালী করে জাতির সামনে ফিরিয়ে আনেন, যাতে তিনি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার সংগ্রামে একজন বলিষ্ঠ নেতৃত্বে পরিণত হতে পারেন।
মামুনুল হক বলেন, তিনি নিজে শপথ করতে চান—হাদি যে আদর্শ ও চেতনা ধারণ করেছেন, সেটি যদি সবাই নিজেদের মধ্যে ধারণ করতে পারে, তাহলেই এই বক্তব্য ও প্রার্থনার সার্থকতা থাকবে। অন্যথায় শুধু আবেগ আর চোখের জলই থেকে যাবে।
তিনি ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানিয়ে বলেন, এমন শক্ত অবস্থান দরকার, যাতে হামলাকারীরা স্পষ্ট বার্তা পায়—একজন হাদিকে নিস্তব্ধ করা গেলে তার চেতনা আরও বিস্তৃত হবে, ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে।
এসআর
মন্তব্য করুন: