[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

হাদি তুই তো এমপি-মন্ত্রীর চেয়েও অনেক বড়: মাহমুদা মিতু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪ এএম

সংগৃহীত ছবি

গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি।

সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাদির শারীরিক অবস্থার পাশাপাশি ওই ঘটনার সময়কার অভিজ্ঞতা ও মানসিক অবস্থার কথা তুলে ধরে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন ঝালকাঠি-১ আসন থেকে এনসিপির সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু।

পোস্টে তিনি জানান, হাদি বর্তমানে এসিস্টেড ভেন্টিলেশনে আছেন। অর্থাৎ তিনি নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করলেও শ্বাস-প্রশ্বাসের জন্য যন্ত্রের সহায়তা প্রয়োজন হচ্ছে।

ডা. মিতু লেখেন, গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাত ২টা ৪৪ মিনিটে তিনি বাসা থেকে বের হন এবং দ্রুত একটি ব্যাটারি রিকশায় মালিবাগ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছান। সে সময় রাস্তা ফাঁকা থাকলেও তার কাছে মনে হচ্ছিল, পথ যেন শেষই হচ্ছে না।

ঢাকা মেডিক্যালে পৌঁছে তিনি দেখতে পান, হাদির কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং সিপিআর দেওয়ার পরও নিয়মিত পালস ফিরছিল না। নিউরোলজি, ইএনটি ও থোরাসিক সার্জারিসহ একাধিক বিভাগের চিকিৎসক দল দ্রুত অপারেশনে অংশ নেন। হাদির মস্তিষ্কে অতিরিক্ত চাপ কমাতে খুলির এক পাশের হাড় খুলে ডিকমপ্রেশন করা হয়। অপারেশনের পর তিনি স্বতঃস্ফূর্তভাবে শ্বাস নেওয়া শুরু করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ঢাকা মেডিক্যাল থেকে প্রোটোকল মেনে হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সামনে গাড়ি, পেছনে অ্যাম্বুলেন্স—এই বহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

ডা. মিতু লেখেন,
“বারবার মনে হচ্ছিল—এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল? তোর জন্য রাস্তা খালি করে রাখা হয়েছে, এক সেকেন্ডও জ্যাম নেই। তুই তো এমপি-মন্ত্রীর চেয়েও অনেক বড়। ভিআইপিদের জন্য রাস্তা খালি করলে মানুষ বিরক্ত হয়, অথচ তোর জন্য হাজার হাজার মানুষ হাসিমুখে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে রাজি।”

হাসপাতালের দুই পাশে অ্যাম্বুলেন্স চলাচলের সময় মানুষের মুখে মুখে ‘আল্লাহু আকবর’ ধ্বনির কথাও স্মরণ করেন তিনি। পোস্টের শেষাংশে ডা. মিতু লেখেন, ওই মুহূর্তে তার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোয়া ও সংহতি জানাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর