[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

স্কুলে লটারিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের আহ্বান সারজিসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১:৩৩ এএম

সংগৃহীত ছবি

স্কুলে লটারি পদ্ধতিতে ভর্তি কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি মনে করেন, এই পদ্ধতি শিক্ষার্থীদের মেধা বিকাশের পথে বড় বাধা সৃষ্টি করছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, “লটারির মতো উদ্ভট সিস্টেমে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত। মেধা ও প্রতিযোগিতার মূল্যায়ন না থাকলে শিশুরা শুরু থেকেই পড়াশোনার প্রতি বিমুখ হয়ে উঠবে।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ভবিষ্যৎ চাকরি বাজার পর্যন্ত সব ক্ষেত্রেই মেধাভিত্তিক প্রতিযোগিতাই বাস্তবতা। তাহলে শিক্ষাজীবনের একেবারে শুরুতে এই বাস্তবতা-বিমুখ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে কেন?”

সারজিস আলমের এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর