[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

চট্টগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে ‘রানওয়ে কর্মসূচি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ৮:০২ পিএম

চট্টগ্রাম–১১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিউল আলমের

সমর্থনে ‘রানওয়ে কর্মসূচি’ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরের ইপিজেড স্টিল মিল বাজারের উত্তর পাশে যাত্রা শুরু করে এ কর্মসূচি সিমেন্ট ক্রসিং, হাসপাতাল গেইট, বন্দর টিলা, ইপিজেড মোড় ও মাইলের মাথা হয়ে সল্টগোলা রেলক্রসিং এলাকায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের প্রথম ভোট এমন নেতৃত্বকে দেওয়া উচিত যারা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক। তিনি আরও উল্লেখ করেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তরুণদের সমর্থন তাদের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

প্রার্থী শফিউল আলম জানান, এ এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও তিনি দেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর