[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপিকে সতর্ক করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ৬:৪৮ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না উল্লেখ করে বিএনপিকে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি যদি সতর্ক না হয়, তাহলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, “অনেকে সামনের নির্বাচনকে তুচ্ছজ্ঞান করেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি দেখে তারা নিজেরাই বুঝতে পারছেন নির্বাচন কতটা কঠিন হতে যাচ্ছে।”

বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রসঙ্গে তিনি জানান, এটি দলীয় উদ্যোগ হলেও এর প্রতিটি দিক দেশের মানুষের কথা বিবেচনায় রেখে প্রণয়ন করা হয়েছে।

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই পরিকল্পনা জনগণের জন্য। নেতাকর্মীদের এটি নিয়ে ঘরে ঘরে যেতে হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর