[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

শেখ রাসেলের জন্মদিন পালন করলেন ছাত্রলীগের সাবেক নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪ ৭:৫৬ পিএম

শেখ রাসেলের ৬১তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন পালন করেছেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’-এর সামনে দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।

এসময় সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক সহ-সভাপতি মো. আরিফুজ্জামান রোহান।

এছাড়াও উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নিজামুদ্দিন, ছাত্রলীগের সাবেক নেত্রী আমেনা কোহিনুর, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পারভিন মিশু, কাজী কৌশিক, আশরাফুল ইসলাম সোহাগ প্রমুখ।

এসময় ছাত্রনেতারা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ইতিহাসের পাতায় থাকবেন। রিসেট বাটনে টিপ দিয়ে ইতিহাসকে শেষ করা যাবেনা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর