[email protected] বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

জামায়াতের বিরুদ্ধে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দেওয়ার অভিযোগ এনসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ৬:৫২ পিএম

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংগঠনটি বলেছে, জামায়াত ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে, যা দেশের রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

গতকাল রোববার (৭ ডিসেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ করে জামায়াত যে বক্তব্য দেয়, সোমবার (৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সেটিকে ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করে এনসিপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের অভিযোগ বাস্তবতার ভিত্তিহীন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। জনমত বিভ্রান্ত করার উদ্দেশে এসব মন্তব্য করা হয়েছে বলে এনসিপি মনে করে। দলটি এসব বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদও জানায়।

এনসিপির ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর দেশের সামনে নতুন রাজনৈতিক সংস্কৃতির যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তার বিপরীতে জামায়াত পুরোনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির ধারায় ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। এনসিপির দাবি, এ প্রবণতা দেশের জন্য অশুভ সংকেত বহন করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর