বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তাঁর বর্তমান শারীরিক অবস্থার ওপর বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক।
শনিবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা মেডিক্যাল বোর্ড উপযুক্ত মনে করলে যেকোনো সময় তাঁকে বিদেশে নেওয়া হতে পারে।
চিকিৎসক আরও জানান, দীর্ঘ ফ্লাইটের চাপ একজন গুরুতর অসুস্থ রোগীর জন্য বড় চ্যালেঞ্জ। ১২–১৪ ঘণ্টার যাত্রা সহ্য করার মতো শারীরিক সক্ষমতা আছে কিনা, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, “বিদেশযাত্রার সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে তাঁর কন্ডিশনের ওপর। অবস্থার উন্নতি হলে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দেবে।”
বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজনীয় সব উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: