এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঘোষণা দিয়েছেন, মনোনয়ন পেলে তিনি অর্থনির্ভর প্রচলিত প্রচারণা নয়, বরং স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বচ্ছ ও কম খরচের নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করবেন।
শনিবার (৬ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আইন অনুযায়ী অনুমোদিত বাজেটের বাইরে তিনি “১ টাকাও খরচ করবেন না”।
তাসনিম জারা বলেন, দেশে নির্বাচনে ব্যয়ের সীমা ২৫ লাখ টাকা হলেও অধিকাংশ প্রার্থী প্রকৃত ব্যয় গোপন করেন, যা নির্বাচনী সংস্কৃতিকে বিকৃত করে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের প্রতিটি ব্যয় প্রকাশ্যে জানানো হবে।
ঢাকা–৯ আসনে মনোনয়নপ্রত্যাশী এই নেত্রী জানান, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণেই হবে তার পুরো ক্যাম্পেইন—যেখানে কেউ গ্রাফিক ডিজাইন, ভিডিও নির্মাণ, উঠান বৈঠক, বাসায় বাসায় প্রচার, বা ফান্ড সংগ্রহের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন।
এজন্য তিনি সহায়তাকারীদের জন্য একটি অনলাইন ফরমও শেয়ার করেছেন।
তিনি বলেন, “সততার সঙ্গে অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়ে নির্বাচন করা সম্ভব—আমরা সেই দৃষ্টান্ত তৈরি করতে চাই।”
এসআর
মন্তব্য করুন: