[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ৩:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন

আহমদ চকরিয়ার ইসলামনগরে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বলেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি এবং পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে দেশের সম্পদ পাচার করেছেন। শেষ পর্যন্ত তিনি দিল্লিতে পালিয়ে গেছেন।

সালাহউদ্দিন আহমদ নিশ্চিত করেন, আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয়, কারণ এবার জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করবে।

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, জনমুখী ইশতেহারই বিএনপিকে সংসদে পাঠাবে। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে এবং দেশের সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, এবং অন্যান্য জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

সালাহউদ্দিন ২ ডিসেম্বর তার নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন এবং আগামীকাল ৭ ডিসেম্বর ঢাকায় ফিরবেন।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর