[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

কাতার নয়, জার্মানি থেকে আসছে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ উদ্যোগে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় আসছে।

ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, বিকেল ৫টার দিকে অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত করা হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি উড়তে পারেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু ঠিক থাকলে শনিবারই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে।

যদিও অ্যাম্বুলেন্সটি জার্মানির একটি কোম্পানির, পুরো ভাড়া ও অন্যান্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে কাতার সরকার। বিএনপির মিডিয়া সেলও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়ায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে।

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হবে।

এদিকে চিকিৎসার প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসার পর তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর দুপুরে ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর