[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ৩:৫৫ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশজুড়ে বিভিন্ন মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকার নয়াপল্টনস্থ মসজিদে অনুষ্ঠিত প্রধান দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য সারাজীবন লড়াই করে গেছেন। কারাগারে থাকার সময় থেকেই তার অসুস্থতা শুরু, এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন।’

তিনি জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর কথা। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

সকল ধর্মের মানুষ দোয়া ও প্রার্থনায় অংশ নেন

রাজধানীসহ সারা দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীর উপাসনালয়—মন্দির, গির্জা, প্যাগোডা—এসব স্থানেও বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়।

এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বে লন্ডন যাত্রা পেছাল

এদিন জানানো হয়, কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা একদিন পিছিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে শুক্রবার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাবে।’

তিনি আরও জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে রোববারই তাকে লন্ডনে নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর