[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

হিথ্রো বিমানবন্দরে জোবাইদা রহমান, গন্তব্য ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ১:২৭ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা

রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে ঢাকার ফ্লাইটের জন্য চেক-ইন সম্পন্ন করেছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।

দলের একটি সূত্র জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটটি ছেড়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন।

ঢাকায় এসে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আবার লন্ডনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেবেন।

একই দিন এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তাদের মধ্যে আছেন—

প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান,

ডা. এ জেড এম জাহিদ হোসেন,

ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী,

ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী,

ডা. শাহাবুদ্দীন তালুকদার,

ডা. নুরুদ্দীন আহমদ,

ডা. জাফর ইকবাল,

ডা. মোহাম্মদ আল মামুন,
এছাড়া আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর