বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।
ইতোমধ্যে তিনি লন্ডন বিমানবন্দরে চেক-ইন সম্পন্ন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে জোবাইদা রহমান ঢাকায় পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরিস্থিতি অনুকূলে থাকলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায়ও তিনি সঙ্গে থাকতে পারেন।
এদিন বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, জরুরি প্রয়োজনে জোবাইদা রহমান দ্রুত দেশে ফিরছেন, যাতে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় পাশে থাকতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। এয়ার অ্যাম্বুলেন্সে ম্যাডামের সঙ্গে তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও থাকবেন।
১২ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না আসায় উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: