নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, বিএনপি সমমনাদের সঙ্গে আলোচনা না করেই নিজেদের মতো প্রার্থী ঘোষণা করেছে।
এতে জোটবদ্ধ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও জটিলতা আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে মান্না এ বক্তব্য দেন। অনুষ্ঠানটির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে তিনি বলেন, “সময়টা অত্যন্ত জটিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
বেগম খালেদা জিয়া একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী। তার অবস্থার এমন অবনতি হলে বিএনপি আদৌ নির্বাচনে যেতে পারবে কি না—এ প্রশ্ন থেকেই যায়।”
তবে নির্বাচনই একমাত্র পথ উল্লেখ করে মান্না আরও বলেন, “সঙ্কট যতই থাকুক, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
এসআর
মন্তব্য করুন: