বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা
রহমান শিগগিরই লন্ডন থেকে ঢাকায় আসছেন। দলের একটি সূত্র জানিয়েছে, তিনি বৃহস্পতিবার রাতেই পৌঁছাতে পারেন, না হলে শুক্রবার সকালে আসবেন।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে ডা. জোবায়দা রয়েছেন এবং তিনি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এবার তিনি সরাসরি ঢাকায় এসে চিকিৎসা ব্যবস্থাপনা তদারক করবেন বলে জানা গেছে।
তবে ডা. জোবায়দা রহমানের আগমন সম্পর্কে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তার কাছে এ নিয়ে কোনো তথ্য নেই।
অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এসআর
মন্তব্য করুন: