সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত
চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমোদন মিলেছে কাতার সরকারের কাছ থেকে। বিএনপির আনুষ্ঠানিক আবেদনের পর দেশটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কাতার সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে BNP–কে জানায় বলে ঢাকায় কাতার দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানা গেছে। চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় অবস্থান করছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে তিনি কয়েক দফা চিকিৎসা নেন এবং ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। প্রায় চার মাস পর—৬ মে—তিনি দেশে ফেরেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত রোববার ভোরে তাঁর অবস্থা আরও সংকটাপন্ন হলে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এসআর
মন্তব্য করুন: