[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাবেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ১২:১১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ডা. জাহিদ। তিনি খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি, বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা নিয়ে তথ্য তুলে ধরবেন।

গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন।

এদিকে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। ঢাকায় হাসপাতালের পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তার সমর্থকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর