[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

বেগম জিয়ার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ১:২৪ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, "যিনি কখনো নিজের দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি মানুষের ভালোবাসা সব সময় থাকবে। সেই ভালোবাসার প্রকাশ দেখতে পাচ্ছি।"

তিনি আরও বলেন, “কখনো কখনো বেগম খালেদা জিয়ার কাছে অন্যায় দাবি রাখা হয়েছে, তবে দেশের স্বার্থে তিনি সে সব মেনে নিয়েছেন।

৯৬ সালের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন, যাতে কোনো মানুষ নিহত না হয়।”

রিজভী যোগ করেন, “যারা হত্যা ও সহিংসতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি তুলেছিল, তারাই আজ ক্ষমতায় এসে সেটি বাতিল করেছে।” তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা জনগণের রায়কে উপেক্ষা করে একচ্ছত্রভাবে দেশ পরিচালনা করেছেন।”

এ সময় রিজভী বলেন, "বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার রাজনৈতিক পলিসির পরিণতি।" তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের স্বার্থে তাদের কর্মপন্থা পরিবর্তন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে।

রিজভী জনগণের কষ্ট কমানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনস্বার্থে কাজ করার আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর