[email protected] বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

আল্লাহ জীবিতকে তুলে নিতে পারেন, মৃতকেও ফিরিয়ে দিতে পারেন- জামায়াতে আমীর


প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ১:২৪ এএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে হাসপাতাল গেটের সামনে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ তাআলা জীবিতকে তুলে নিতে পারেন, আবার মৃতকেও ফিরিয়ে দিতে পারেন।” তিনি আরও বলেন, যেহেতু খালেদা জিয়া এখনো জীবিত রয়েছেন, আল্লাহ চাইলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আশাবাদী, এবং আল্লাহর ওপর ভরসা রাখতে পরিবারের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।

তিনি বলেন, “খালেদা জিয়ার পরিবারের জন্য এটি একটি অত্যন্ত কঠিন সময়। তাদের জন্য আল্লাহ যেন শক্তি ও ধৈর্য দান করেন, সে দোয়া করি।”

এ সময় তিনি হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর