[email protected] বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ১০:১৪ পিএম

কক্সবাজারে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি চকরিয়ার খুটাখালীতে পীর আবদুল হাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারযাত্রা শুরু করেন।

পরে স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদসহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন। দিনব্যাপী হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্ছপিয়া, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।

সন্ধ্যায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে সালাহউদ্দিন বলেন, দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হলো ধানের শীষ। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন।

দিনের শুরুতে সালাহউদ্দিন আহমদ সকাল ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারে পৌঁছান। তার প্রেস সচিব মো. ছফওয়ানুল করিমের পাঠানো সফরসূচি অনুযায়ী, ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি চকরিয়া ও পেকুয়া এলাকায় টানা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর