বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি এতে সভাপতিত্ব করেন তারেক রহমান।
তার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি শিগগিরই চলে আসবেন, ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ইস্যু, নির্বাচনকেন্দ্রিক আলোচনা, প্রচার-প্রচারণা এবং কৌশল নির্ধারণসহ নানা বিষয়ে মতবিনিময় করা হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, এটি ছিল সম্পূর্ণ নিয়মিত স্থায়ী কমিটির সভা—অন্য কোনো বিষয় আলোচনায় আসেনি।”
এসআর
মন্তব্য করুন: