বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি জানিয়েছেন—এই সংকট সময়ে খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজন হলে ভারত যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।
সোমবার (১ ডিসেম্বর) রাতে এক্স-এ দেওয়া এক বার্তায় মোদি তার উদ্বেগ প্রকাশ করেন।
নিজের পোস্টে তিনি লেখেন,
বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তিনি মর্মাহত। বাংলাদেশের রাজনীতি ও গণজীবনে দীর্ঘ সময় ধরে রাখা খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
মোদি আরও বলেন,
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। প্রয়োজন হলে ভারত সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: