[email protected] মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনকে ঘিরে জনমনের সন্দেহ অমূলক নয়: অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ১০:১২ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে যে সন্দেহ ও শঙ্কা তৈরি হয়েছে, তা অমূলক নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।

তাঁর দাবি, সরকারের সদিচ্ছার ঘাটতিই এই অনাস্থার মূল কারণ।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

অলি আহমেদ বলেন, “নির্বাচন নিয়ে জনগণের উদ্বেগ হঠাৎ তৈরি হয়নি। সরকারের বিভিন্ন পদক্ষেপে যে আন্তরিকতার অভাব রয়েছে, তা স্পষ্ট হয়ে উঠছে।

২০২৪ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সে সময় পুলিশের কাছ থেকে অস্ত্র লুট হওয়া এবং কিছু পুলিশ সদস্যের মাধ্যমে অস্ত্র স্থানান্তরের ঘটনার ফলে এখন কিছু অস্ত্র সাধারণ মানুষের হাতে আছে বলে দাবি উঠে এসেছে।

তাঁর বক্তব্য, নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হলেও সেগুলো উদ্ধারের কোনো কার্যকর চেষ্টা চোখে পড়ছে না।

এলডিপি সভাপতি এসময় বিভিন্ন ব্যাংক থেকে ‘অন্যায়ভাবে চাকরিচ্যুত’ কর্মীদের মানবিক বিবেচনায় পুনর্বহালের দাবি জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর