[email protected] মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ৯:৪৯ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার।

একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এ পদক্ষেপের মাধ্যমে তার ব্যক্তিগত নিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর