[email protected] সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
১৭ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়া ‘অতি সংকটাপন্ন’: এভারকেয়ারে ব্রিফিংয়ে আহমেদ আজম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ৩:৩৯ পিএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়ে ‘অতি সংকটাপন্ন’ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আহমেদ আজম খান বলেন, “গত রাত গভীর থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন।

তিনি ফিরে আসার জন্য লড়াই করছেন। এখনো পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ।”

তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা এমন পর্যায়ে গেছে যে বিস্তারিত চিকিৎসাগত ব্যাখ্যা দেওয়ার মতো অবস্থায় নেই। তার ভাষায়, “বলা যায় তিনি খুবই ‘ডিপ কন্ডিশনে’। ভেন্টিলেশনে আছেন কি-না সে বিষয়ে মন্তব্য করব না; তবে অবস্থা খুব ক্রিটিক্যাল।”

বিএনপির এই নেতা জাতির কাছে দোয়া চেয়ে বলেন, এ মুহূর্তে দোয়া ছাড়া কিছু বলার নেই। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা একসঙ্গে পরিশ্রম করে চিকিৎসা দিচ্ছেন। এখন চীনের চিকিৎসকরাও টিমে যুক্ত হয়েছেন। বাকি সব আল্লাহর হাতে।

চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর