প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫ ১:৩৬ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নানা বাধা–বিপত্তি পেরিয়ে এবং দীর্ঘ আন্দোলন–সংগ্রামের পর দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো পরিবেশ তৈরি হয়েছে।
গণ-অভ্যুত্থানের পর নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার সুযোগ এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল জানান, মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে এবং সেই কমিশনের সনদ অনুসারে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে।
তিনি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি চলছে। আমরা বিশ্বাস করি, জনগণ এবার তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করতে পারবেন।”
বিএনপি সরকারের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে বিএনপি ক্ষমতায় এলে গণতান্ত্রিক চর্চা ও সমৃদ্ধ অর্থনীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ সময় তিনি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “তিনি অত্যন্ত অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন।
দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।
খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার সব চিকিৎসাজনিত বিষয় ডা. জাহিদের তত্ত্বাবধানে রয়েছে এবং দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: