বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, চিকিৎসা যথাযথভাবে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন।
চিকিৎসা উপযোগী হলে এবং মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশীয় মেডিক্যাল বোর্ডের পাশাপাশি ডা. জোবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, চিকিৎসা নির্বিঘ্ন রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত ভিড় না করার জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও রাজনৈতিক নেতাদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: