[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

‘বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার করা হবে’ — আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ৪:৫৬ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

আমীর খসরু বলেন, দেশে প্রায় ২০টি ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। লুটপাট ও অনিয়মে জর্জরিত এসব প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। তিনি বলেন, “আগামী দিনে ক্ষমতায় এলে এই পরিস্থিতি কোনোভাবেই চলতে দেওয়া হবে না; আর্থিক খাতগুলোতে বড় ধরনের সংস্কার করতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও বীমা খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে এবং আর্থিক সেক্টরকে দলীয় প্রভাবমুক্ত করা হবে। এ ছাড়া দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠান মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে উল্লেখ করে তিনি জানান, এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গত সরকারের আমলে দলীয় বিবেচনায় বহু ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, জবাবদিহির অভাবে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। নির্বাচিত সরকারই এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর