বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সদ্য বিদায়ী সরকারের লোকজন বুঝেছিলেন- জাতির বিরুদ্ধে এমন সব অপরাধ তারা করেছেন, যে কারণে তাদের দেশে থাকার কোনো অধিকার নেই।
সেই কারণে তারা দেশ ছেড়ে পালিয়েছেন।
তিনি বলেন, তারা যদি আইনের শাসনে বিশ্বাস করতেন তাহলে দেশেই থাকতেন।
শুক্রবার রাতে কর্মী সম্মেলন শেষে সিলেটের দক্ষিণ সুরমায় একটি কমিউনিটি হলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কেমন রাজনীতি তারা করলেন যে দেশেই থাকতে পারলেন না।
স্বাধীনতার পর থেকেই এই দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে, বৈষম্য চলছে, এটা আর হতে দেওয়া যাবে না।
স্বাধীনতার মূল যে মন্ত্র রয়েছে বৈষম্যহীন বাংলাদেশ তা বিনির্মাণ করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন ও সুধী সমাবেশে মহানগরীর কয়েক হাজার কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের আমির হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান।
এসআর
মন্তব্য করুন: