[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রথমবার বিএনপির সভায় বক্তব্য দিলেন জায়মা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১১:৪৩ পিএম

বিএনপির ভার্চুয়াল এক বৈঠকে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সভার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

এই অনলাইন বৈঠকটি অনুষ্ঠিত হয় রোববার। যুক্তরাজ্য থেকে জাইমা রহমান এতে অংশ নেন, আর বাংলাদেশ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল যুক্ত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে জাইমা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সভায় আলোচনা হওয়া বিষয়গুলো নোট করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায় তা বিবেচনা করা হবে। দলের অভ্যন্তরীণ সমন্বয় বাড়ানো ও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সময়ক্ষেপণ না করে নির্ধারিত সূচি অনুযায়ী অগ্রসর হওয়ার ওপরও জোর দেন।

বৈঠকটি মূলত প্রবাসীদের ভোট সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আয়োজিত হয়েছিল। দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন নিশ্চিত করেছেন যে জাইমা রহমান এ বৈঠকে বক্তব্য দেন এবং এর একটি ভিডিও পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, তিনি ২০০৮ সালে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে যান এবং সেখানেই স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর